এখনও লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে চলছে আন্দোলন

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-  বহুদিন থেকেই চলছে ডাক্তারদের গাফিলতি ও নার্সদের দূর্ব্যবহার। কিছুদিন পূর্বে একদিন প্রসূতি মায়ের প্রসবের সময় বাচ্চার হাত বাইরে থাকে। কিন্তু উক্ত সময়ে ডাক্তার অনুপস্থিত থাকায় শিশুটি মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গোটা এলাকাবাসী।
এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে এলাকাবাসী ডাঃ পরিবর্তন চাইছেন। এলাকাবাসী জানিয়েছেন,
পরিস্থিতি আজও সেই তিমিরেই রয়েছে….. শুরুর দিন থেকে সদ্যোজাত মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক সেলিনা রহমানকে অপসারণ ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এত কাণ্ডের পরেও বহাল তবিয়তে রয়েছেন তিনি। সেক্ষেত্রে কেউ কেউ তাকে আড়াল করতে চাইছেন এই যাবতীয় ঘটনা থেকে। তাহলে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই সত্যি কি লালগোলা বাসীর প্রকৃত উন্নয়ন কে কেউ থমকে দিতে চায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য,কিংবা হাসপাতাল চত্বরে চিকিৎসকদের সাথে বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব কিংবা অন্যান্য বেসরকারি নার্সিংহোমে রেফার করার প্রবণতা কে বন্ধ করার ইচ্ছে নেই অনেকের।সেই কারণেই আজও পর্যন্ত স্থানীয় প্রশাসনের কর্তারা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেননি। হয়তো অতীতে এরকম কত ঘটনা ঘটে যাওয়ার পরে চাপা পড়ে গেছে শিশু মৃত্যু কে কেন্দ্র করে… যা হয়তো সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছয় নি। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এমন ধরনের ঘটনা আর ঘটবে অনেকে হয়তো তা জানতেও পারবেনা নীরবে চলবে এই কান্ড… তাই অভিযুক্ত চিকিৎসক কে আড়াল করা বন্ধ হয়ে তাকে অপসারণ করে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি মূলক ব্যবস্থা নিয়ে দেখতে হবে প্রশাসনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here