“যদি চৈতন্য না থাকতো, তবে বাংলা হতো বাংলাদেশ”! বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদতাঃ কীর্তন শিল্পীরা ঢাক ঢোল বাজিয়ে স্বাগত জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। এ দিন কীর্তনও করেন তিনি।

মোদী সরকার কীর্তন শিল্পীদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছে। বাংলায় ক্ষমতায় আসার পর সকল কীর্তন শিল্পীরা পেনশন পাবেন বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “যদি শ্রী চৈতন্য না থাকতো তাহলে সারা বাংলা বাংলাদেশ হয়ে যেত।”

কৈলাস বিজয়বর্গীয়া এ দিন বলেন, “কৃষ্ণভক্তি ও রামভক্তির ভূমি বাংলা। আপনারা চৈতন্য মহাপ্রভুর পরম্পরাকে বহন করে চলেছেন। যদি শ্রী চৈতন্য না থাকতো তাহলে সারা বাংলা বাংলাদেশ হয়ে যেত।”

এ দিন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে কীর্তন শিল্পীদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “কীর্তন শিল্পীরা ষাট বছর পর্যন্ত গাইতে পারেন, তারপর তাদের আয় বন্ধ হয়ে যায়। সংসারে বোঝায় পরিনত হন তারা। এই কারনে প্রধামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলে পেনশনের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে পেনশন পাবেন ১২০০ কীর্তন শিল্পী। ক্ষমতায় আসার পর প্রত্যেক কীর্তন শিল্পীদের পেনশন দেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here