টিনিউজওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বারুইপুর থেকে গ্রেপ্তার হলেন এঞ্জেল এগ্রিটেক নামে চিটফান্ড সংস্থার কর্তা সেখ নাজিবুল্লাহ ওরফে রাহুল। সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে আপাতত ১০ দিনের সিবিআই হেফাজতে থাকছেন। তাকে হন্যে হয়ে খুঁজছিলো সিবিআই।
আরামবাগে প্রথম ভুয়া সংস্থা খোলেন বলে অভিযোগ। মার্কেট থেকে টাকা তুলে ৪৫৪ কোটি, ফেরত দেননি আমানতকারীদের। তবে গা-ঢাকা দিলেও আরামবাগে তার বিষয় সম্পত্তি গোপনে হস্তান্তর করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি কলকাতা থেকে একটি মিডিয়া হাউসও তৈরি করেছিলেন। মিডিয়ার ক্ষমতা দেখিয়ে এবং পুলিশকে সন্তুষ্ট করে তোলাবাজি করেছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর যে রাহুল গ্রেপ্তার হতেই আরামবাগের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, যারা রাহুলের থেকে সুবিধা নিয়েছেন।