কোনো মুসলিমকে ঘর ভাড়া নয়: ধর্মীয় বিদ্বেষের ছায়া বহরমপুরে

0
Spread the love

বহরমপুর শহরে কোন মুসলিমকে ঘর ভাড়া নয়!

টিনিউজ ওয়ার্ল্ড , নিজস্ব সংবাদদাতা :- উত্তর প্রদেশ, গুজরাট কিংবা মুম্বাই নয়।পশ্চিমবঙ্গের বিখ্যাত শহর কলকাতা নয়।এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর।

এখানেও ধর্মীয় বিদ্বেষের ছায়া ব্যাপকভাবে প্রসারিত। বহরমপুর শহরে মুসলিমদের কেউ যাতে ঘর ভাড়া না দেয় এবং তাদের কাছে কেউ যাতে ফ্ল্যাট বিক্রি না করে এমনটাই অলিখিত সিদ্ধান্ত প্রোমোটারদের।

এই নোংরা মানসিকতার ফলে, বহরমপুর শহরে মুসলিমদের নেই কোন ঠাঁই। অনেক মুসলিম সরকারী বিভিন্ন চাকুরীর সঙ্গে জড়িত,কেউ ব্যবসায়ী।আর এই কারণে গ্ৰাম ছেড়ে থাকছেন বহরমপুরে।কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তাদেরকে ধর্মীয় বিদ্বেষের রোষানলে পড়তে হচ্ছে এখন।
এই বাংলা নাকি শান্তি ও সম্প্রীতির কেন্দ্রবিন্দু, তথাপিও একেরপর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে এই বাংলায়।

যারা ঘর ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সম্পর্কে
প্রতিক্রিয়া দেখাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী? এমনটাই প্রশ্ন উঠেছে সোস্যাল মিডিয়ায়।
বাংলার এই শান্তি প্রিয় শহর বহরমপুরে সাম্প্রদায়িকতার বৃক্ষ তলে তলে গজিয়ে উঠেছে এরই বা কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন?

বিভিন্ন ধরনের প্রশ্নবাণে ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়।
ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বিল্ডিংগুলো কেনই বা তৈরি করা হয়েছে? এই ধরণের ধর্মীয় বিদ্বেষ কিভাবে দূরীভূত হবে? কেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here