15 ই আগস্ট হাড়োয়া পিয়ারাতে ইসলামিক ইউথ ফেডারেশন এর উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধ ও জাতীয় পতাকার প্রতি সম্মান, রেখে একটি সুন্দর শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয় বেশকিছু ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এবং স্থানীয় অনেক মানুষ সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মীর জাহিরুল ইসলাম, বাংলা শিক্ষক রবিউল ইসলাম( রাজিব) মালতিপুর হাই স্কুল , এস কে গোলাম সাব্বির( গণিত শিক্ষক) গভমেন্ট মডেল স্কুল মুরারী 1 বীরভূম। এছাড়াও ছিলেন হাদিস শিক্ষাবিদ মাওলানা মুস্তাকিন মোল্লা( শিক্ষক খাদিজাতুল কুবরা মাদ্রাসা ), সঞ্জীব দত্ত( রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক). জহিরুল ইসলাম( ইংরেজি শিক্ষক) কথাশিল্পী ফিরোজ মোল্লা। সহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনায় স্থান পেয়েছিল বর্তমান ভারতবর্ষের সামাজিক তথা রাজনৈতিক প্রেক্ষাপট,সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে আনা যায় ও বিগত দিনের ইতিহাস 1947 সালের আগের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী কার্যকলাপ, তাদেরকে এদেশ থেকে অপসারণের জন্য রক্তখয়ি সংগ্রামের ইতিহাস,স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান এর কথা, বীর সংগ্রামী আসফাকউল্লা ,ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্যসেন, বিনোদ বিহারী চৌধুরী এছাড়াও মুহাদ্দিস শাওক অলিউল্লাহ , সৈয়দ আহমেদ বেরলভী, ফুরফুরার পীর আবুবা্কার সিদ্দিক রহমতুল্লা আলাইহি, নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মহাত্মা গান্ধী সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের কথা। দেশের স্বাধীনতা আনার জন্য শায়খ্ মুহাদ্দিস অলি উল্লাহ ও ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিক(রহ:) অবদানের কথা মাওলানা মুস্তাকিম , রবিউল ইসলাম( রাজিব) বিশদভাবে বর্ণনা করেন। এছাড়াও আলোচনায় স্থান পেয়েছিল হাড়োয়া পিয়ারাতে জন্মগ্রহণ করা শিক্ষাবিদ্ ব্যাকরণ বিদ্ ডঃ শহীদুল্লাহ যিনি আঠারোটি ভাষায় পারদর্শী ছিলেন এবং অবশেষে হাড়োয়া পিয়ারাতে একটি পাবলিক লাইব্রেরি ও উদ্বোধন করা হয়। দেশ ও মানুষের জ্ঞান পিপাসা নিবারণের জন্য সমাজ সভ্যতার অগ্রগতির জন্য। বর্তমান সময়ে যুবসমাজকে ভালো কাজের দিকে ফিরতে ও মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য আহবান করা হয় তাদেরকে শিক্ষামূলক পরিবেশে থাকার জন্য উৎসাহিত করা হয়।