কৃষক আন্দোলন কে দুর্নামকারী দিপ-সিন্ধু গ্রেফতার

0
Spread the love

নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-গত ২৬ শে জানুয়ারী গণতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের অংশ ছিল কৃষকদের প্যারেড। আর ঐ প্যারেড করার জন্য দিল্লি পুলিশ নির্দিষ্ট কিছু রুট দপয় কৃষকদেরকে। কিন্তু অধিকাংশ কৃষক সেই রুট না মেনে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে। আর সেদিন সবচাইতে হিংসাত্মক ঘটনা ঘটে লালকেল্লার সামনে। সেখানে আক্রমনাত্মক ভাবে কৃষকরা ঢুকে পড়ে এবং লালকেল্লাতে কৃষক আন্দোলনের পতাকা উত্তলন করে। পরে যানা যায় যে; আক্রমনাত্মক আন্দোলন যারা করেছিল এবং লালকেল্লাতে যে ব্যক্তি পতাকা উত্তলন করেছিল তারা কেউই কৃষক ছিল না। বরং কৃষক আন্দোলন কে দুর্নাম কীার জন্যই RSS ও BJP এর কিছু অনুসারী ছন্দবেশে কৃষকদের সঙ্গে মিশে গিয়ে ঐ ঘটনা ঘটায়। অতঃপর সংবাদ মাধ্যমে জানা যায় আসল সত্য। কৃষক আন্দোলন কে দুর্নাম করার চক্রান্তের মূল হোথা ছিল পাঞ্জাবি অভিনেতা দিপ-সিন্ধু। অতঃপর তার নামে যখন গ্রেফতারী পরোয়ানা জারি হয় সে তখন পলাতক ছিল। দিল্লি পুলিশ তার সন্ধান জানানোর পরিবর্তে একলক্ষ টাকা পুরুষ্কার ঘোষণা করে। আজকে মঙ্গলবার সকালে গোপন সূত্রে ঘবর পেয়ে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here