টি নিউজ ওয়ার্ল্ড: নিজস্ব সংবাদদাতা:- ধানের ভিতর থেকে চাল গায়েব! এই কান্ড দেখে মাথায় হাত কৃষকদের
ফলন্ত ধানের ভিতর থেকে চাল নেই।
এর আগেও এই ঘটনা ঘটেছে। গলসি,ভাতারের পর এবার দঃ দিনাজপুরের, হরিরামপুরের ছোট বোড়া,নাহিট,নরদাস, গোপালপুর ও তার আশপাশ এলাকায় এই ঘটনা ঘটলো।
আর এই ঘটনার পরেই কৃষকদের অভিযোগ কৃষি দফতরে পরামর্শ মেনে তারা ধান গাছে কীটনাশক প্রয়োগ করেছিল। এরপরে আর ধানের ফলন হয়নি। এই দিয়ে ধান কাটার খরচটুকুও উঠবে না বলেই জানিয়েছেন কৃষকরা।কৃষি দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ওই সব এলাকায় কিছু জমিতে মাজড়া পোকার প্রভাবে ধানের ক্ষতি হয়েছে।
তবে তাতে চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সেই আবেদন করা হচ্ছে। হরিরামপুর ব্লকে,নাহিট গ্রামের চাষিরা বলছেন, গাছ দেখে ফলন ভাল হবে বলে আশা করা হয়েছিল।গাছে মোটা শিশ ভালোই হয়েছিল। কিন্তু কীটনাশক প্রয়োগের পর সেই ধানের ভেতর চাল হয়নি। আর ধানের ভিতর চাল না হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের।