টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা: আইআইটি রুরকের ২২ বছর বয়সী শিক্ষার্থী রাহুল কুমার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য স্বর্ণপদক এবং বৃত্তি পেয়েছেন!
ডিজিটাল মোডের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনের সময়, রাহুল, যিনি ধাতববিদ্যুৎ ও মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক সম্পন্ন করেছিলেন, তাকে সামাজিক উদ্যোগের জন্য রাষ্ট্রপতির ডাঃ শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক প্রদান করা হয়েছিল।
কুমার বিহারের নালন্দা জেলার ননডেস্ক্রিপ্ট গ্রাম সোসান্দি থেকে আসা এক অভিবাসী শ্রমিকের ছেলে। তাঁর বাবা সুনীল সিংহ দৈনিক মজুরির ভিত্তিতে সুরতে একটি পাওয়ার তাঁতে কাজ করেন। বিহারের পরিবার যে ছোট্ট জমির মালিক তার নিজের এবং তার চার ভাইবোন জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত ছিল না বলে তিনি গুজরাটে স্থানান্তরিত হতে বাধ্য হন।