আরও জোরদার হচ্ছে কৃষি আইন বাতিলের দাবি! ৮ই ডিসেম্বর ভারত বনধের সমর্থনে কংগ্রেস!

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা:- ক্রমেই বাড়ছে আন্দোলনের ঝড়।প্রসঙ্গত উল্লেখ্য, নতুন কৃষি আইন পাশ করার পর থেকেই একাধিক কৃষক সংগঠনও বিভিন্ন রাজ্যে আন্দোলেনে নামে রাহুলের দল। সবথেকে বেশি বিক্ষোভ দেখা যায় পাঞ্জাব হরিয়ানায়।

এমন কী সরকারি কৃষি আইনের বিরোধিতায় হাঁটতে দেখা মিলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। কৃষি আইন বাতিলের দাবি তুলে প্রায় ১১দিনেরও বেশি সময় ধরে দিল্লি সীমন্তে অবস্থান করছেন প্রায় ১২ লক্ষের বেশি কৃষক।

বনধ সমর্থন করলেও রাস্তায় নামবেনা তৃণমূল!

কংগ্রেসের সমর্থন মিললে আন্দোলনরত কৃষকরা নতুন করে অক্সিজেন পাবেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।অন্যদিকে এর আগেই চলমান কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডাকা ভারত বনধকে সমর্থন করতে দেখা গেছে প্রায় সমস্ত বাম দলকেই। এমনকী বনধ সমর্থন করেছে তণমূল কংগ্রেসও। যদিও বনধের ইস্যু সমর্থন করলেও বনধ সফল করতে তৃণমূল কর্মীরা রাস্তায় নামবে না বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here