টিনিউজ ওয়ার্ল্ডড, নিজস্ব সংবাদদাতা :- উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্ভুক্ত এক গ্রামে রাতের গভীর অন্ধকারে ধানের গোলায় আগুন লাগে। বিধ্বংসী আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় গোলাভরা ধান ।
কে বা কারা ধানের গলায় আগুন লাগিয়েছে তা নিয়ে ধন্ধে গ্রামবাসী। তবে বিপুল ক্ষতির পর কৃষকের মাথায় হাত। সরকার ধানের ক্ষতিপূরণ দেবে কিনা তা নিয়ে চিন্তিত ক্ষতিগ্রস্ত পরিবার। ইতিমধ্যে স্থানীয় কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে বিডিও অফিসের সামনে ধর্ণায় বসেছে, তাতে যোগ দিয়েছে বিজেপি কর্মীরাও। ফলে একটি দুর্ঘটনার রাজনীতিকরণ শুরু হয়ে গেলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।