করোনা ছড়ানোর মিথ্যা অভিযোগ থেকে ৩৬ জন জামাতী সদস্যকে মুক্তি দিলো আদালত

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদক:-করোনার সূচনাকালে দেশের মধ্যে রাতারাতি ভিলেন বনে যাওয়া তাবলীগী জামাতের ৩৬ জন সদস্যকে মুক্তি দিল দিল্লির আদালত।

চলতি বছরের মার্চ মাসে, করোনার একদম শুরুর দিকে, দিল্লির নিজামুদ্দিনের তাবলীগী জামাতের সদস্যরা দেশে করোনা ছড়াচ্ছেন বলে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়ে যায় দেশ জুড়ে। ফল স্বরূপ, তাবলীগী জামাত সংগঠনটির তীব্র সমালোচনা হয়, এমনকি দেশের সরকারও সংবাদমাধ্যমের প্রবল প্রচার-প্রচারণায় একরকম চাপে পড়ে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। এই সংগঠনের অনেক সদস্যকে রাতারাতি জেলের পেছনে পাঠানো হয়। সরকার এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ১৮৮,২৬৯ ছাড়াও আরও অন্যান্য ধারায় অভিযোগ গঠন করে।

তবে আদালতে দীর্ঘদিন শুনানির পর, করোনা কালের শেষ মুহূর্তে এসেও সরকার এই সংগঠনের বিরুদ্ধে করোনা ছড়ানোর কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। ফলে দিল্লির আদালত অভিযুক্ত ৩৬ জন সদস্যকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। এখানে উল্লেখ্য ৩৬ জন সদস্যের প্রত্যেকেই বিদেশি নাগরিক। তারা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন।

এদিকে দিল্লির আদালত, তাবলীগী জামাতের সদস্যদের খালাস দেওয়ার সাথে সাথে কিছুটা হলেও সরকারের কাজের সমালোচনা করেছে। দিল্লির আদালতের পর্যবেক্ষণ,

“সরকার নিজের ব্যর্থতা ঢাকতে ও রাজনৈতিক ফায়দা চরিতার্থ করতে পুলিশ কে ব্যবহার করে তাবলীগী জামাতের সদস্যদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করেছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here