কেরালায় স্থানীয় নির্বাচনে এসডিপিআই এর ১০২ টি আসনে নজরকাড়া সাফল্য

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি:-   সংখ্যাললঘু ,দলিত আদিবাসী পিছিয়ে সম্প্রদায়ের মধ্যে দিনের পর দিন বেশ জনপ্রিয়তা লাভ করে চলেছে এসডিপিআই ।সমাজে বঞ্চিত ,অবহেলিত লাঞ্ছিত মানুষের ন্যায় বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে এই দলটিকে সোচ্চার হতে লক্ষ্য করা যায় ।আর এই জনপ্রিয়তা বিভিন্ন রাজ্যে এসডিপিআই এর নির্বাচনে সাফল্য বর্তমানে ভারতে এসডিপিআই উদীয়মান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে ।কেরালার স্থানীয় নির্বাচনে ১০২ টি আসনে জয়লাভ সেটাই প্রমান করছে ।কিছুদিন আগেও রাজস্থানের পৌর নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ করে ।কেরালার পঞ্চায়েত ,পৌর, ব্লক পঞ্চায়েত ,করপোরেশন নির্বাচনের ২০০ টি আসনে প্রার্থী দেয় এসডিপিআই । বুধবার এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তাতে এসডিপিআই গ্রাম পঞ্চায়েতে ৮০ টি ,ব্লক পঞ্চায়েতে ১টি ,পৌরসভার ২০ টি ও করপোরেশনের ১ টি আসনে জয়লাভ করে ।

২০১৫ সালের নির্বাচনে ৪৭ টি আসনে জয়লাভ করেছিল ।এবার এসডিপিআই কোন জোট ছাড়াই একাই ১০২ টি আসনে জয়লাভ করে। এসডিপিআই এর প্রার্থীদের নির্বাচিত করার জন্য কেরালার সকল ভোটারদের প্রশংসা করেন এসডিপিআই এর রাজ্য সভাপতি আব্দুল মাজিদ ফাইজি সাহেব।ভোটে জেতার পর এসডিপিআই এর সকল নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস প্রকাশ করতে লক্ষ্য করা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here