২০০ জন স্কুল ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন BSF এর ১৪১ নং ব্যাটেলিয়ান!

0

সামসুজ্জামান * জলঙ্গী

নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ নদীয়া জেলার হোগলবাড়ি থানা অন্তর্গত বাউসমারী গ্রামে ২০০ জন স্কুল ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন BSF এর ১৪১ নং ব্যাটেলিয়ান। ২ জন প্রতিবন্ধীর হাতেও তুলে দিয়েছেন হুইল চেয়ার।

বৃহস্পতিবার এমন উদ্দ্যোগ নিয়ে ময়দানে নেমেছিলেন BSF এর ১৪১ নং ব্যাটেলিয়ান। ২০০ জন ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধীরা এইসব সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি।

এমন কাজে খুশি বাউসমারী এলাকার ছাত্রছাত্রী, এলাকাবাসী এবং পরিজনেরা। তাঁদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here