দাম না পাওয়ায় কৃষকরা নিজেদের ক্ষেতের সবজি নষ্ট করছে

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদন: কেবল ৭৫ পয়সা/কেজি দাম পাওয়ার পরে কৃষক নিজের জমির সমস্ত ফুলকপি ফসল নষ্ট করে দিল; অনেক কৃষক তাদের পেঁয়াজ, টমেটোও নষ্ট করে দিল!

পাঞ্জাবের অমৃতসরের ঐ কৃষক তার পুরো জমিতে ফুলকপির চাষ করতে বাধ্য হয়ে মণ্ডি বা পাইকারি বাজারে প্রতি কেজি মাত্র ০.৭৫ টাকায় বিক্রির দাম পেয়েছিলেন। সরাইয়ের সীমান্তবর্তী গ্রামের কৃষক অজিত সিং ফুলকপির শস্যের এক একর জমি চাষ করেছিলেন। বিহারের আর এক কৃষক, বিহারের সমতীপুর জেলার মুক্তপুর গ্রামের ওমপ্রকাশ যাদব ফসল কাটার জন্য তার ট্রাক্টর দিয়ে ফুলকপির ক্ষেত লাঙ্গল করেও কম দাম পাওয়ায় তার সমস্ত ফসল নষ্ট করে দেন। এপ্রিল মাসে, বেঙ্গালুরুর এক কৃষক যিনি কস্তুরিজু চাষ করেছেন, তিনি বলেন যে শ্রমিকের অভাব এবং পরিবহণের কোনও সুযোগ না থাকায় বাজারে নিয়ে নাাযাওয়ারর কারণে তিনি ফলনটি ক্ষেতে ফেলেই পচিয়েে দিয়েছিলেন। কর্ণাটকের আর একজন কৃষক যিনি টমেটো চাষ করেছিলেন, তিনি ১৫ টন টমেটো শুকনো ট্যাঙ্কের বিছানায় ফেলে রেখে পচিয়েছিলেন বাজারে না নিয়ে যেতে পারার জন্য। বেলগাভিতে, অন্য এক কৃষক তার এক একর বাঁধাকপি ফসলে গবাদি পশু চরাতে দিয়ে সব ফসল নষ্টট করেেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here