টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব প্রতিনিধি:- গত শনিবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে দুইজন পাইলটসহ ৪ জন উচ্চপদস্থ সৈনিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানি সেনার তরফ থেকে সরকারিভাবে গত রবিবার এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। মৃত চার সেনার নামও প্রকাশ করা হয়েছে পাকিস্তানি সেনার তরফ থেকে,এরা হলেন মেজর এম হোসেন এবং কো পাইলট মেজর আইয়াজ হোসেন, ইঞ্জামাম আলম ও তার সহকর্মী মোঃ ফারুক।
প্রকৃতপক্ষে পাকিস্তানের বালুচিস্তান ও গিলগিট প্রদেশের সীমান্তে অবস্থিত মিনি মার্গ এলাকায় গত শনিবার সন্ধ্যায় পাকিস্তানি সেনার হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে চপারটি মাঝ আকাশে বিকল হয়ে সরাসরি নিচে আছড়ে পড়ে বলে জানানো হয়েছে পাকিস্তানি সেনার তরফ থেকে। দুর্ঘটনার পর ৩ জন সেনার ঘটনাস্থলেই মৃত্যু হয়।জীবিত একজন সেনা কে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় গ্রামবাসীরা তবে ডাক্তাররা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।
গিলগিট-বালতিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী ফাতাউল্লাহ খান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।