নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ বিহারের পরে এবার ওয়াইসির নজর বাংলায়। সাতসকালেই বাংলার ফুরফুরা শরিফে হাজির হলেন MIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জরুরী বৈঠকে অংশগ্রহন করেন তিনি।
আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এবং আব্বাস সিদ্দিকীর বৈঠকের খবর প্রকাশ হতেই রাজনৈতীক মহলে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। নড়চড়ে বসছেন বিরোধীরা। আব্বাস সিদ্দিকী জানিয়েছেন ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই দল ঘোষণা করবেন।
At Furfura Sharif, West Bengal in a meeting with Pirzada Abbas Siddiqui sb, Pirzada Naushad Siddiqui sb, Pirzada Baizid Amin sb & Janab Sabir Ghaffar sb pic.twitter.com/lptUX24JnJ
— Asaduddin Owaisi (@asadowaisi) January 3, 2021
বৈঠকে কি আলোচনা হতে চলেছে, মিম প্রধানের সাথে আব্বাস সিদ্দিকীর সম্পর্কের জল কোনদিকে গড়াচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একান্ত বৈঠকের ফলাফল কি হবে তা এখন ধোঁয়াসা।
অন্যদিকে এই বৈঠক প্রসঙ্গে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম (Md. Selim) বলেন, “বাস্তব অবস্থা ভোটের আগে সবাই চেষ্টা করেছেন। রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। তার ভিত্তিতে অনেকেই মনে করছে ধর্মভিত্তিক ঐক্য যাতে গড়ে তোলা যায়। মিমকে ব্যবহার করে রাজ্যে বিজেপি শক্তিশালী হতে চাইছে। কিন্তু মিম শক্তিশালী হলে ফুরফুরাতে যেতে হত না।”