পশ্চিম ও মধ্য ভারতে ভয়ংকর পঙ্গপালের হানা

0
Spread the love

রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে এখন চলছে থালা বাজানো। কারন পঙ্গপাল নাকি একমাত্র ভয় পায় থালা বাজানোর আওয়াজ! প্রাকৃতিক বিপর্যয় যেন একের পর এক ধেয়ে আসছে। ৩৫০০০ মানুষের এক বছরের খাবার নাকি পঙ্গপালের এই দল নিমেষেই খেয়ে ফেলছে! অতীতের ঘটনাও এটা প্রমান করে যে পঙ্গপালের আক্রমন দুর্ভিক্ষ ডেকে আনে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে দেশের প্রায় সব রাজ্যেই জারি হয়েছে পঙ্গপাল সতর্কতা। করোনা অতিমারি, সাইক্লোন, দাবানল, ভূমিকম্প ইত্যাদির কামড় থেকে উত্তরনের পথ খোঁজার প্রচেষ্টার মাঝেই পঙ্গপালের তান্ডব তথা দুর্ভিক্ষের আগমনে ভারতের অনেক রাজ্যের পরিস্থিতি অতি শোচনীয় হতে চলেছে; এমনই মত বিশেষজ্ঞ মহলের।

ঘূর্ণিঝরের খবর
ইউটিউবে নিউজের আপডেট পেতে সাবস্ক্রাইভ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here