টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা ৯ জানুয়ারী: অনেক আগেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জাতীয় মহাসড়কে স্থায়ী নম্বর প্লেট ছাড়াই ই-রিকশা (টোটো) নিষিদ্ধ করার জন্য একটি রিপোর্ট দিয়েছিল। তখন থেকে টোটো চালকরা এই নির্দেশনার বিরুদ্ধে বিরোধিতা করে আসছেন এবং এই আদেশ প্রত্যাহার করাা জন্য আবেদন করে এসেছেন
গত শনিবার ০৯:০১:২১ তারিখে প্রগ্রেসিভ টোটো ড্রাইভারস ইউনিয়ন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে প্রতিবাদ জানায়। টোটো চালকরা বিভিন্ন বিষয়ে স্মারকলিপিও জমা দেন।
সংগঠনের নেতারা বলেছেন, টোটো নিয়ে রাজনীতি হচ্ছে। তারা অভিযোগ করেন যে টোটোকে কোনও পূর্বনির্দেশ ছাড়াই রাস্তায় নেমে আসা বন্ধ করা হয়েছিল। টোটো চালকরা তাদের দাবি পূরণ না করা হলে বৃহত্তর বিক্ষোভ সমাবেশ এবং শহরের রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন।