নিজস্ব সংবাদ দাতা টি নিউজ ওয়ার্ল্ড:-আমেরিকা (America) তে আজ বুধবার ১৩ জানুয়ারী ২০২১ এক মহিলাকে মৃত্যু দন্ড দেওয়া হল। ৭০ বছর পর কোন মহিলাকে মৃত্যু দন্ড দিল আমেরিকা। আমেরিকার বিচারালয় এসম্পর্কে অবহিত করেছেন। মহিলার নাম “লিসা মোন্টগোমেরী”। তার বয়স হয়েছিল ৫২ বছর। লিসা কে টেরে হোটে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে এই শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় সময় আজ রাত ১:৩০ সে। লীসার নামে অভিযোগ ছিল যে; সে বাচ্চাআচুরি করার জন্য এক গর্ভবতী মহিলাকে নৃশংসভাবে হত্যা করেছিল। হত্যার এই ঘটনা ঘটেছিল ২০০৪ এ। লীসার কোন সন্তান ছিল না। বাচ্চা পাওয়ার জন্য সে এই জঘন্য অপরাধ করেছিল। গর্ভবতী মহিলা ববী অনলাইনে কুকুর কেনাবেচার ব্যবসা করত। লীসা তার নিকট কুকুর কেনার কথা বলে ববির বাড়িতে যায় এবং এবং সুযোগ বুঝে সে ববীর গলা টিপে তাকে হত্যা করে অতঃপর তার পেট ফেড়ে বাচ্চা বের করে নেয়।
কিছুদিন পূর্বেই লীসার মৃত্যু দন্ড শাস্তি ঘোষণা কর হয়েছিল। তার উকিল কেলী হেনরী এই মৃত্যু দন্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু কোর্ট তার এই আবেদন খারিজ করে দেয় এবং আজকে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে তার শাস্তি কার্যকর করা হয়।