সুপার সাইক্লোন আমফানের ফলে লন্ড-ভন্ড হয়ে গিয়েছে কলকাতাসহ দুই চব্বিশ পরগণা জেলা। এরই মধ্যে অনুরূপ এক ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে পশ্চিম অষ্ট্রেলিয়া। ঝড়ের গতি ছিল ঘন্টায় ১৩২ কিমি বেগে। প্রায় ৫০ হাজারেরও বেশী বিদ্যুৎ হীন।উড়ে গিয়েছে বহু বাড়ি-ঘর। ৬০০ মাইল জায়গা জুড়ে অসংখ্য গাছপালা পড়ে গিয়েছে।
পশ্চিম অষ্ট্রেলিয়ার আবহাওয়া অফিস হতে জানানো হয়েছে যে; এরকম ঝড় দশকে একবার হয়। এরফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছো; হতে পারে বন্যাও।
ঝড় কবে বয়ে গেছে
মঙ্গলবার