নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-পলসন্ডায় স্টেট বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যাত্রীর ভয়াবহ বর্ণনা :
আজ সকালে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে, একটি সরকারি স্টেট বাসে, বাড়ি আসার উদ্দেশ্যে চাপি, মালদা গামী বাসে।
তারপর সেই স্টেট বাসটি NH 34 রাস্তায় পলসন্ডার আগে, গোপগ্রাম এলাকায়, হঠাৎ ইঞ্জিনে ভয়াবহ আগুন লাগে।
ঘটনায় আমি এবং আমার পরিবার জানালা দিয়ে কোনরকমে বের হয়ে নিজে নিজে কোন রকম প্রাণে বাঁচি।
কিন্তু আমাদের কাছে থাকা ব্যাগ বাসের মধ্যেই থেকে যায়।ব্যাগের মধ্যে থাকা আধার কার্ড, ভোটের কার্ড, কিছু টাকা সবকিছু পুড়ে যায়, এবং কোন রকমে পালিয়ে প্রাণ বাঁচায়, আগুন লাগার ফলে উক্ত স্টেট বাসটি ভস্মীভূত হয়ে যায়।
আমার নাম প্রবীর হালদার।
আমরা স্বপরিবারে বাড়ি যাওয়ার পথে বহরমপুর থেকে উমরপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
[বাস থেকে কোনো কিছু জিনিস বের করতে পারেনি শুধু মানুষটি কোনরকমে বের হয়েছে তার মধ্যে আরেকজনের একটা ব্যাগে মালাও ছিল মালাটা বের করতে পারেনি অনেক কিছু ক্ষয় ক্ষতি হয়েছে।