গুম করা হত্যা, এ কেমন আজব দেশ-!

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড:-” গুম করা হত্যা-!

প্রিয় পাঠক মন্ডলী,
বর্তমানে-, ক্রমবর্ধমান অন্যায় , এরমধ্যে যেমন- গুপ্ত হত্যা;আমরা মানুষ তো বটেই, কিন্তু আমাদের ব্যবহার চরিত্রটা অমানবিক, অমানুষে পরিণত হয়েছে। ঝোপে- ঝাড়ে, গঙ্গা- নদীতে এমনকি নর্দমা বয়ে যাওয়া জলের ভিতরে; গরীব ,ধনী- প্রত্যেকের মধ্যে হঠাৎ, হারিয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে। এমনটা ভাবতেই কষ্ট জনক; দোষী অথবা নির্দোষ, লাওয়ারিশ লাশ গুম হয়ে পড়ে থাকছে। এমনটা খবর আজকেও ঘটেছে, বীরভূম জেলায় বেশ কয়েকদিন থেকে হারিয়ে যাওয়ার ডেলিভারি, একজনের লাশ উদ্ধার হয়েছে। নিত্য শালায়, নিত্য খেলায় এ কেমন আজব দেশ-! ঘর থেকে বের হলেই , হঠাৎ — মৃত্যু ; যেন ধরেছে আমায় ঘিরে। এ কেমন আজব দেশ; মানুষ হয়ে মানুষ পিপাসুরা, জংলি জানোয়ার-;
সরকার নিজের পদের লোভে, জনগণ নিজের দোষে, যৌথ যুদ্ধ ক্ষতবিক্ষত আজ। গুপ্ত, লুকিয়ে থাকা- মৃতদেহ লাশ; এ কেমন খেলা মানুষ হয়ে, মানুষের- হত্যা। একটু ভাবুন , দেখবেন ধিমী গতি, আজকে আমি, কালকে আপনি, অন্যদিন আবার কে-?
এ কেমন আজব দেশ। আশ্চর্যকর বিষয় -! এক অসাধু শক্তি ,আপনার-আমার ধর্মকে গুলিয়ে দিতে চাইছে।
আসুন আমরা, ধর্ম কিতাব অধ্যায়ন করি; এই পরিশ্রম আমাদেরকে রক্ষা করবে, শুধু পৃথিবীতে একমাত্র ধর্ম কিতাবি সত্য কথা বলে। যেটা আমরা সবাই জানি এবং বিশ্ব ইতিহাস সাক্ষী;
এ কেমন আজব দেশ-! ঐশী বাণীকে কাপড় দিয়ে বেঁধে রাখি-?
নবজাত শিশু, যুবক-যুবতী, সব রকম বয়সেয়ী- মানুষের গুপ্তহত্যার প্রকাশিত-!
কাউকে ছাড়ছে না, অশুভ শক্তি , মানুষরূপী অমানুষ জানোয়ারদের উত্তরসূরী।
এ কেমন আজব দেশ -? হঠাৎ, মৃত্যু গুপ্ত লাশ।
সত্য সময়ের সঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here