মানবসেবার এক অনন্য নজির ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট
আজ ১৩/০২/২০২১ শনিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগরে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা এবং ওষুধ প্রদান।
এই চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়।
চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ৪০০ এর অধিক রুগীর চিকিৎসা করে ওষুধ এবং যাদের চশমা প্রয়োজন তাদের চশমা প্রদান করা হয়।
ফিরোজা হেল্থ কেয়ার ট্রাস্ট বেশ কয়েক বছর থেকে বিভিন্ন এলাকার রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ফিরোজা হেল্থ কেয়ার ট্রাস্টের এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
ফিরোজা হেল্থ কেয়ার ট্রাস্টের বিভিন্ন উন্নত মানের ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এবং ওষুধ প্রদান করা হয়।
মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ শহরে অবস্থিত ফিরোজা হেল্থ কেয়ার ট্রাস্ট প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত।
গত লক ডাউনে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ থেকে শুরু খাদ্য দান এবং ওষুধ বিতরণ করে।
এই ধরনের মহানুভবতার কাজে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রে হোপ ফাউন্ডেশন এর এক ঝাঁক যোদ্ধা ও আগত ডাক্তার,নার্স এবং পূর্ণাঙ্গ সম্পন্নতা সহায়তায় কুরানিক পাবলিক ইস্কুলের কর্ণধারগণ।