তৃণমূলের “খেলা হবে” শ্লোগানের তীব্র উপহাস মীমের

0
Spread the love

তৃণমূলের “খেলা হবে” শ্লোগানের তীব্র উপহাস মীমের

মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো মীমের সভা
আজ ১৩/০২/২০২১ শনিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া মাজলিস ইত্তিহাদুল মুসলিমীনের।
আজকে এই অনুষ্ঠানে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেস দলকে।
মীমের নেতৃত্ব তৃণমূলের খেলা হবে শ্লোগানের তীব্র সমালোচনা করে বলেন, তৃণমূল কার সাথে খেলবে? তৃণমূলের এক একটা করে উইকেট পড়ছে তো!
তৃণমূল কংগ্রেসের নেতারা একেরপর এক বিজেপির ওয়াশিন মেশিনে গিয়ে ঢুকছে।
মীমের অন্যান্য নেতারা বলেন, পুলিশ মীমের কর্মীদের ভয় দেখাচ্ছে, গালমন্দ করছে এবং গ্ৰেফতারির হুমকি দিচ্ছে।
পুলিশ যদি এমন আচরণ করে তবে থানা থেকে বের হতে দেব না।
মীমের কিছু নেতৃত্ব বিজেপির বি টীম প্রসঙ্গে বলেন,
লোকেরা মীমকে বলছে ভোট কাটুয়া। বিহারে বিজেপিকে জেতাতে মীমের হাত রয়েছে।
তাঁরা এই সমস্ত অভিযোগের তীব্র সমালোচনা করে এই ধরনের অভিযোগের জবাব দেন।
তাঁরা বলেন,বিহারে মীম যাওয়ার আগে বিজেপি একাধিকবার ক্ষমতায় ছিল এখনো আছে।
এমনকি পশ্চিমবঙ্গেও মীম আসার আগে বিজেপি ১৮ টি সীট পেয়েছে।
তখন কে তৃণমূলের ভোট কেটেছে?
তাঁরা বলেন,আসল ভোট কাটুয়া হচ্ছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিআইএম।
এরা শুধু মুসলিমদের ভোট কেটেছে সারা জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here