নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-উত্তর 24 পরগনার দেগঙ্গা হামাদামা বাজারে গতকাল 14 ফেব্রুয়ারি এক বিশাল গণআন্দোলনের অভ্যুত্থান ঘটে। কেন্দ্রের কৃষি আইন এর বিরুদ্ধে।
শতশত কৃষক চাষী ভাই এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ,তারা এই আগুন জালানো মশাল মিছিলের আন্দোলনে সকলেই পায়ে পা মেলান।
সর্বভারতীয় কৃষক সংগঠন এর পক্ষ থেকে এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়।আন্দোলনের নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ্ অজয় মাস্টারমশাই সংখ্যালঘু যুব ফেডারেশন একছত্র অধিপতি কামরুজ্জামান মহাশয়।
এলাকার একেবারে সমস্ত পর্যায়ের সাধারণ নাগরিক জন সমাজ এবং সাধারণ কৃষক মানুষদের যোগদান আন্দোলন এর মাত্রা কে বাড়িয়ে তুলেছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল করে তাঁকে আগুনে পুড়িয়ে এলাকার সাধারণ চাষীরা, কেন্দ্রের এই কৃষি আইনের বিরুদ্ধে তাদের তৃব্য ঘৃণার বিষবাষ্প উগরিয়ে দেয় এবং অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানায়।