১২ই সেপ্টেম্বর লগডাউন বাতিল করা হলো

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসের ৭; ১১ ও১২ তারিখ গোটা রাজ্যে  পূর্ণ লগডাউন হবার কথা।  আর সেই ঘোষণা অনুযায়ী গত ৭ ই সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লগডাউন হয়েছে সফলতার সঙ্গে। এবার লগডাউন হবার কথা ১১ ও ১২ ই সেপ্টেম্বর । কিন্তু এরই মাঝে আগামী ১৩ তারিখ রাজ্যে NEET পরিক্ষা রয়েছে। ১২ তারিখ লগডাউন হলে ছাত্র-ছাত্রীদের পরিক্ষায় অংশগ্রহণ করা বা সময়মত পৌছানো খুনই দুষ্কর হয়ে পড়বে। এসব বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করে জানিয়ে দিলেন যে; NEET পরিক্ষার কথা মাথায় রেখে আগামী ১২ ই সেপ্টেম্বরের লগডাউন প্রত্যাহার করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here