আজকের ডিজেল পেট্রোলের, আসুন সত্যটা জানি-!

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-পেট্রোল ডিজেলঃ আসুন সত্যটা জানি-

একটা ভুয়ো প্রচার ছড়ানো হয়েছে যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার জন্য মূলত রাজ্য গুলির ভ্যাট দায়ি। অনেক শিক্ষিত লোকেদেরও ছড়াতে দেখলাম যার মধ্যে বাম ফ্রন্টের প্রাক্তন মন্ত্রী নরেন চ্যাটার্জিও আছেন। আসুন দেখা যাক সত্যি টা কি?

২০১৪ সালে জুন মাসে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন কি ছিল?
০.১.০৬.২০১৪
International Crude oil price= 109.05 USD/barrel
Currency exchange rate= Rs 59.30/USD
Crude oil price in Indian currency=Rs 6466.66
1 barrel=159 litre
Crude oil Cost per litre= Rs 40.67
Total price after refining, freight and
& dealer commission= 50.03
Excise duty on petrol=Rs 9.48/litre
Excise duty on diesel=Rs 3.65/litre
VAT on petrol=Rs 11.90/litre
VAT on diesel=Rs 6.55/litre
Price of Petrol=Rs 71.41/litre
Price of diesel=Rs 56.71/lire
(Excise duty হল কেন্দ্রের ট্যাক্স, VAT হল রাজ্যের ট্যাক্স)

অর্থাৎ পেট্রোলের টোটাল রিটেল প্রাইসের ১৬.৬৬% ছিল রাজ্যের ট্যাক্স এবং ১৩.২৭% ছিল কেন্দ্রের ট্যাক্স।
ডিজেলের ক্ষেত্রে রাজ্যের ট্যাক্স ছিল ১১.৫৫% ও কেন্দ্রের ট্যাক্স ছিল ৬.৪%।

২০২১ এর জানুয়ারিতে কি হল দেখা যাক?
০১.০১.২০২১
International Crude oil price= 52 USD/barrel
Currency exchange rate= Rs 73.09/USD
Crude oil price in Indian currency=Rs 3801
1 barrel=159 litre
Crude oil Cost per litre= Rs 23.9
Total price after refining, freight
& dealer commission= 31.41
Excise duty on petrol=Rs 32.90/litre
Excise duty on diesel=Rs 31.83/litre
VAT on petrol=Rs 19.32/litre
VAT on diesel=Rs 10.85/litre
Price of Petrol=Rs 83.71/litre
Price of diesel=Rs 73.87/lire

অর্থাৎ পেট্রোলের টোটাল রিটেল প্রাইসের ২৩% হল রাজ্যের ট্যাক্স এবং ৩৯.৩০% হল কেন্দ্রের ট্যাক্স।
ডিজেলের ক্ষেত্রে রাজ্যের ট্যাক্স হল ১৪.৬৮% ও কেন্দ্রের ট্যাক্স হল ৪৩%।

দুটির তুলনা করলে দেখা যায়- (গ্রাফ দেখুন)ঃ
*পেট্রোলের ক্ষেত্রে রাজ্যের ট্যাক্স ১৬.৬৬% থেকে বেড়ে হল ২৩% এবং ডিজেলের ক্ষেত্রে ১১.৫৫% থেকে বেড়ে হল ১৪.৬৮%। অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে রাজ্যের ট্যাক্স বেড়েছে ৬.৩৪% ও ডিজেলের ক্ষেত্রে রাজ্যের ট্যাক্স বেড়েছে ৩.১৩%।

*পেট্রোলের ক্ষেত্রে কেন্দ্রের ট্যাক্স ১৩.২৭% থেকে বেড়ে হল ৩৯.৩০% এবং ডিজেলের ক্ষেত্রে ৬.৪% থেকে বেড়ে হল ৪৩%। অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে কেন্দ্রের ট্যাক্স বেড়েছে ২৬% ও ডিজেলের ক্ষেত্রে কেন্দ্রের ট্যাক্স বেড়েছে ৩৬.৬%।

*অর্থাৎ দেখা যাচ্ছে এই বিজেপি সরকার আসার আগে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পিছনে মূলত দায়ি ছিলআন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি কিন্তু বর্তমানে দাম বাড়ার পিছনে মূলত দায়ি কেন্দ্র সরকারের ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি। আর একট বিষয় লক্ষ্যনীয় মনমোহন সিং এর আমলে পেট্রোল ডিজেলে কেন্দ্রের তুলনায় রাজ্যের ট্যাক্স বেশি ছিল কিন্তু বর্তমানে পেট্রোলে রাজ্যের তুলনায় কেন্দ্রের ট্যাক্স ৭০% বেশি ও ডিজেলে রাজ্যের তুলনায় কেন্দ্রের ট্যাক্স ১৯৩% বেশি।

*সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল ডিজেল যেটা আমজনতার জীবনযাত্রার রক্ত বলা যায় সেটাতে রাজ্যের ট্যাক্স অল্প বাড়লেও (৩.১৩%) কেন্দ্রের ট্যাক্স অস্বাভাবিক বেড়েছে (৩৬.৬%)

*পেট্রোলের তুলনায় ডিজেলে রাজ্যের ট্যাক্স কম বেড়েছে কিন্তু কেন্দ্রের ট্যাক্স পেট্রোলের তুলনায় ডিজেলের ক্ষেত্রে ১০.৬% বেশি বেড়েছে।

মজার কথা হল সাধারণ মানুষের এত সর্বনাশ করেও বিজেপি তাঁদের আইটি সেলের মাধ্যমে ভুয়ো মেম বানিয়ে প্রচার করছে যে রাজ্যের ট্যাক্স বাড়ায় পেট্রোল ডিজেলের দাম বেড়েছে।
এই পোস্ট টি সকলে শেয়ার করুন মানুষকে সত্যিটা জানাতে, পারলে সেভ করে রেখে দিন যাতে বিজেপি ভুয়ো প্রচার করে মানুষকে ঠকালে এই তথ্য গুলি তুলে ধরতে পারেন।

Source: Petroleum Planning and Analysis Cell
(Ministry of Petroleum and Natural Gas, GOI). (copy)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here