নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-জঙ্গিপুর- ভাষা দিবস উপলক্ষে এবং এই ভাষা দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আজকে জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এ আয়োজনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে রঘুনাথগঞ্জ থানার প্রশাসন এবং জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মহাশয়।
আজকের এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তযোদ্ধা আজকে রক্ত দান করেছেন এবং জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে রক্তদান শিবির করেছে সেই শিবিরে অন্যতম দায়িত্বশীল নাজির মহাশয় জানান; আমাদের এই রক্তদান শিবির এই জন্যই করা আগামীতে যেনো রক্তের অভাবে কোনো মুমূর্ষ ব্যাক্তিকে রক্তের কারণে মৃত্যু মুখী না হতে হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম মহাশয়। তিনি এই রক্তদান শিবির কে লক্ষ্য করে বলেন, আজ দেশে যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হয়েছে এই রক্ত দানের মাধ্যমেই এই বিভেদ ভাঙতে চাই। কারণ রক্তের প্রয়োজন যখন হয় তখন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন আমান ফাউন্ডেশনের কর্ণধর বিশিষ্ট শিক্ষক মো মইদুল ইসলাম। তিনি বলেন, আজকের এই সেচ্ছায় রক্তদান শিবির একটি অন্যতম। কারণ আজ ২১শে ফেবুয়ারি এই দিনে বাংলাভাষা কে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনটাকে যারা বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে আজকের এই রক্তদান শিবির। এছাড়াও ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল বলেন, এই ছয় মাসের মধ্যে আজকে যে রক্তদান শিবির এই নিয়ে তিনটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষাবিদ,সমাজসেবীসহ অনেকেই।