নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড : উত্তর দিনাজপুর জেলার সদর সহর রায়গঞ্জের রামপুরে দেওয়াল লেখনি শুরু করলেন সেখানকার মহিলা কর্মীরা সাধারন মহিলারা নির্বাচন এর দিন তারিখ সাধারন মানুষের মাঝে আসার পরেই এই সমস্ত উদ্যোগ দেখা যায় সাধারন মহিলাদের ও তৃণমূল মহিলা কর্মীদের মাঝে
প্রতিটি বিধানসভায় আমিই প্রাথি উত্তর দিনাজপুর জেলার রয়গঞ্জ স্টেডিয়ামে সাধারণ মানুষের কাছে জানিয়েছিলেন সন্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাই এই আবেদন ও কথা কে সামনে রেখে উদ্ধুব্ধ হলেন সাধারন মহিলারা তৃতীয় বারের মত বিধানসভার নির্বাচনে বাংলায় আবারো মুখমনন্ত্রী হিসাবে দেখতে চায় সন্মানিত মমতা বন্দোপাধ্যায় কে মমতা বন্দোপাধ্যায় এর ডাকা আবেদনে জোরালো সারা ফেলেছেন মহারাজপুর এলাকার রামপুর বাসির মহিলারা