নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত শ্রীপুর গ্রামে এক বিদ্যালয়য়ের ঘটনা তাছাড়া দ্বাদস শ্রেণীর ছাত্র ছাত্রিদের ১০০০০ টাকা দিয়েছিলেন ট্যাব নেওয়ার জন্য সরকারি ভাবে সেই দিয়ে শিক্ষার থেকে বেশী অশ্লীলতা ছরাচ্ছে বলে একটি নয় একাধিক নজির পাওয়া যায় খুব শীঘ্রই সরকারি ভাবে মোবাইল ব্যবাহার এর একটি নজির এক বিদ্যালয় থেকে পাওয়া যায়
স্কুল দ্ড্রেস পরে অশ্লীল ভিডিও এই ভাবে ভাইরাল হওয়াকে তিব্র নিন্দা জানিয়েছেন এলাকা বাসি ও স্কুল শিক্ষক ও শিক্ষিকারা ছাত্রিকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্কুল সিক্ষক
আমরা জানি বিজ্ঞান আশীর্বাদ ও অভিশাপ এই নতুন টেকনলজি কে সঠিক ভাবে ব্যাবহার করতে না পেরে আমরা অভিশাপের কারন হয়ে যাচ্ছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষার নাম করে জাতি অশিক্ষিত না হয়ে যায় আর মোবাইল গেম বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সব থেকে বেশী পারবে ছাত্র ছাত্রীর আব্বু আম্মু উনাদের কাছে অধিক সময় সন্তান থাকে
নষ্ট করছে এই মোবাইল ফোন তা না হলে আমাদের ধিরে ধিরে শ্রীপুর এর মত আর অন্যন্য স্কুলে এই সমস্ত নোংরামি দেখতে হবে সেই সময় আর বেশী দূরে নয়