কলা গাছের সিগাটোকা রোগ।

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড:-  কলার সিগাটোকা রোগ – কলার সিগাটোকা রোগ একটি জনিত ছত্রাক রোগ। এ রোগের প্রাথমিক লক্ষণ হল ; গাছের তৃতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ পড়ে। দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামী ঝলসানো রঙ ধারণ করে। বেশি আক্রান্ত পাতা আগুনে ঝলসানো বা পোড়া মনে হয়। আক্রান্ত গাছের ফলন ১০-১৫% কম হয়। তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায়। রোগাক্রান্ত গাছের কলা আকারে ছোট হয়। মাটিতে অক্সিজেন ও গ্রহণযোগ্য ফসফেট কম থাকলে এবং মাটির অম্লত্ব বেশি হলে এ রোগের প্রকোপ বাড়ে।

ব্যবস্থাপনা :

১) আক্রান্ত গাছের পাতা সংগ্রহ কেটে পুড়িয়ে ফেলতে হবে।

২) কলা সংগ্রহের পর সব পাতা পুড়িয়ে ফেলা।

৩) জমিতে পানি নিকাশের সুব্যবস্থা রাখা।

৪) সঠিক দুরত্বে গাছ লাগিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা।

৫) কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ নোইন বা এমকোজিম বা অটোস্টিনন বা গিলজিম এর যে কোন একটি ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে) অথবা প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক ( টিল্ট বা প্রাউড বা এন্টি সিকা বা প্রপিকন এর যে কোন একটি ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে) ১০দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here