নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ডঃ- মুর্শিদাবাদের ইসলামপুরে ভৈরব নদীতে অবৈধ বালি খননের ফলে সৃষ্ট হওয়া গর্তে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর ১১ এর এক শিশুর। মৃত শিশুর নাম সাহিল শেখ, সে ইসলামপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। জানা গেছে ইসলামপুর নেতাজিপার্কের বাসিন্দা সাহিল তার মায়ের সাথে মাসির বাড়ি ইসলামপুর নসিয়ৎ পাড়ায় বেড়াতে এসেছিলো। দুপুর ১২ টা নাগাদ পাড়া সংলগ্ন ভৈরব নদীর বালির চরে খেলা করতে যায়। সেসময় শুখা নদীতে অবৈধ বালি খননের ফলে তৈরি হওয়া গভীর গর্তে জমা জলে পা পিছলে তলিয়ে যায়। সঙ্গীরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকেরা গর্তের জমা জলে তল্লাশী করে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঐ শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসলামপুর থানার পুলিশ । এদিকে ঐ পরিবারের একমাত্র সন্তান এভাবে চলে যাওয়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়। এর আগেও স্থানীয় গ্রামবাসীরা অবৈধ বালি খননের প্রতিবাদ করে তা বন্ধ করার আর্জি জানিয়েছিলেন প্রশাসনের কাছে তার পরে এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে ।