নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :-রাজস্থানের জালোর (JALORE) জেলায় একটি বেদনাদায়ক দুর্ঘটনা প্রকাশ পেয়েছে। এখানে বাস দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রাতে রাজস্থানের জালোর মহেশপুরে একটি যাত্রী বোঝাই বাস গমনের সময় বৈদ্যুতিৎ তারের সংস্পর্শে আসে। এর কারণে সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং বাসে আগুন লেগে যায়। এই ঘটনায় ৬ জন মারা গেছেন এবং ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তথ্যমতে, গাড়ির চালক ও কন্ডাক্টর ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পাওয়ার পর স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।