টি নিউজ ওয়ার্ল্ড: গতকাল রঘুনাথগঞ্জ থানার গণকরে, গাছে একটি মৃত ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসী। এরপরেই এলাকায়়় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃতদেহের সারা শরীরে বেদম প্রহারের দাগ স্পষ্ট। শরীরের কোথাও কোথাও রক্ত জমাট বেঁধেছে। গ্রামবাসীর অনুমান মৃত ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। ইতিমধ্যে মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে, মৃতের নাম তপন সরেন বাবা দুটো সরেন। গণকরের দক্ষিণপাড়ায় তাদের বাড়ি।
রঘুনাথগঞ্জ থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এটাকে খুন হিসাবে ধরে নিয়েই তদন্ত এগানো হচ্ছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তার জন্য তল্লাশি চলছে জোড় কদমে। মৃত ব্যক্তির সাথে আশেপাশের কারও বিবাদ ছিল কিনা সেটাও খোঁজ নেওয়া হচ্ছে। মৃতের পরিবারের সদস্যদের সাথেও আলাদা আলাদা ভাবে কথা চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ