লাঠির আঘাতে মৃত্যু এক যুবকের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ লাঠির আঘাতে মৃত্যু এক যুবকের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কয়েক দিন ধরেই দুই পরিবারের মধ্যে চলছিল জায়গা নিয়ে দ্বন্ধ, কিন্তু এই দ্বন্ধই যে রণক্ষেত্র হয়ে উঠবে কে বা জানে! মাত্র ২৩ শতক জমি নিয়ে,জমির মালিক মজিদুর রহমান, শহীদুর রহমান, এবং ফয়জুর রহমান, তিনজনেই আপন ভাই, মজিদুর রহমান জমি বিক্রি করে আব্দুল মান্নানের কাছে, শহীদুর রহমান জমি বিক্রি করে নওসাদ আলীর কাছে, এবং ফইজুর রহমান জমি বিক্রি করে আনাস আলীর কাছে,

কিন্তু শহীদুর রহমান সামনের রাস্তা না রেখেই জায়গা রেজিস্ট্রি করে দেয় নওসা আলীর কাছে, এই সংবাদ ফইজুর রহমানের কাছে আসলে তিনি সহ তার তিন পুত্র জায়গা ঘিরতে আসে এই খবর শুনতে পায় আব্দুল মান্নান ও তার ছোট ভাই নাওসাদ আলী, বাঁধা দিতে এলেই শুরু হয় রণক্ষেত্র ফইজুর রহমানের মেজো ছেলে লাঠি দিয়ে আঘাত করে আব্দুল মান্নান কে সে লাঠি আব্দুল মান্নানের বুকে আসে লাগে সেই মুহূর্তেই আব্দুল মান্নান মাটিতে পড়ে যায়, উভয় পরিবারেই আঘাত প্রাপ্ত হয়,রক্তে রঞ্জিত হয় সেই জায়গা,আব্দুল মান্নানকে বালুরঘাট সদর হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে, আব্দুল মান্নান সহ তার ছোট ভাই নওসাদ আলী ও আঘাত প্রাপ্ত হয়, তাকেও হসপিটালে ভর্তি করা হয়, সেও গুরুতর আহত,  সেইসাথে ফয়জুর রহমান ও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, সংবাদ পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ছুটে আসেন, এবং কুমার গঞ্জ থানার পুলিশ গ্রাম বাসির কাছে জিজ্ঞাসা বাত  করেন, এবং পুলিশ জানিয়েছেন অচিরেই আমরা দুষীদের গ্রেপ্তার করবো, আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনতে পেয়ে ফইজুর রহমানের বাড়ির লোক উধাও হয়ে যায়,ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমার গঞ্জ থানার সীতাহার গ্রামে,আমরা দিনের পর দিন এই ধরনের জঘন্য খবর শুনে আসছি যেটা আপন পাড়া, গ্রামের,একি সাথে বসবাস করে তাদের মাঝে এরকম দ্বন্ধ সাধারনত এই জীবনে জমি জায়গা নিয়ে দ্বন্ধ মারামারি এই ঘৃণিত কার্যক্রম এই সব থেকে আমাদের বেচে থাকতে হবে আর এই সব হয়ে থাকে সু শিক্ষা না থাকার কারনে তাই আসুন সু শিক্ষা গ্রহন করে জাতি দেশ সমাজ কে রক্ষা করি, তার সাথে সুন্দর পরিবার গড়ে তুলি।

Donate Life সংস্থার উদ্দ্যগে একটি রক্ত দান শিবির

Peace Honey 50g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here