নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে চালু হচ্ছে মালদা কোর্ট শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার। কোরনা যেমন অর্থনৈতিক ক্ষতি করেছে তেমনি ক্ষতি হয়েছে যোগাযোগ মাধ্যমেরও। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হল রেল যোগাযোগ। সেই রেল যোগাযোগ দীর্ঘ এক বছর পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দীর্ঘ দিন পর আজ থেকে চালু হচ্ছে মালদা কোর্ট নিউ জলপাইগুড়ি ডেমু প্যাসেঞ্জার। এই ট্রেনটি বন্ধ থাকায় এলাকার মানুষের কাছে শিলিগুড়ি বা কিশনগঞ্জ যাওয়ার কোনো ব্যাবস্থা ছিল না। শিলিগুড়ি ,কিশনগঞ্জ বা ইসলামপুর যেতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে ঘুর পথে বাসে করে যেতে হতো। ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। ডেমু সহ কাতিহার প্যাসেঞ্জার এর ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কাতিহারের রেলওয়ে ডিভিশন ম্যানেজারের ডেপুটেশন দিয়ে ছিল। সেই মতো ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি আজ থেকে চালু হচ্ছে।
যদিও রেলযাত্রী দের দাবি অবিলম্বে কাতিহার প্যাসেঞ্জার ট্রেনটিও চালু করতে হবে।