নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড:-মহারাষ্ট্রের নাসিকে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যার পর হসপিটালে ভর্তি হতে যায়; সেখান তাকে জানানো হয় যে; হসপিটালে সিট খালি নেই। অতঃপর ৩৮ বছর বয়সী বাবাসাহেব নাসিক কর্পোরেশনের সম্মুখে মুখে অক্সিজেন+মাক্স পরে ধরণা দিতে থাকে। তারপর প্রায় ১-ঘন্টা ধরণা দেয়ার পর নাসিক মিউনিসিপালের এম্বুলেন্স তাকে কর্পোরেশন হসপিটালে নিয়ে যায় রাত ১২ টার একটু আগে। তখন তার অক্সিজেন লেবেল ৪০% এর নীচে নেমে গিয়েছিল। তারপর রাত প্রায় ১টা নাগাদ তার মৃত্যু হয়।
নাসিক মিউনিসিপাল কর্পোরেশন ও পুলিশ তদন্ত শুরু করেছে এটা জানতে যে; তাকে ধরণা দেওয়ার জন্য কোন ব্যক্তি উসকানি দিয়েছিল কিনা।