নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-রঘুনাথগঞ্জে যখন চিকিৎসার নামে কসাইরাজ চলছে তখন রঘুনাথগঞ্জের গাড়ীঘাটে অবস্থিত “ফিরোজা হেল্থ কেয়ার ট্রাস্ট।” বিনামূল্যে দুঃস্থ দরিদ্রদের চিকিৎসা ও ঔষধ দিয়ে নজির সৃষ্টি করেছেন বলে সাধারণ মানুষ জানিয়েছেন। এখানে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ রোগী দেখছেন চিকিৎসকরা।
পাশাপাশি ওই ট্রাস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে স্বল্প খরচে যেকোনো অপারেশন, এক্স রে,ইউ এস জি,ইসি জি,প্যাথলজি ও ডায়াগনস্টিক সংক্রান্ত পরিষেবা দিয়ে চলেছে।
এই হাসপাতালে খুবই উন্নতমানের মেশিন দ্বারা রিপোর্ট করা হয়।
এই হাসপাতাল চত্বরটি খুবই পরিস্কার পরিচ্ছন্ন এবং রুগীদের জন্য মনোরম পরিবেশ।
এই হাসপাতালের মালিকদের (মেহেদী হাসান, হুমায়ূন কবীর ও জাহাঙ্গীর আলম) উক্তি হল,যে কোন অসহায় দুঃস্থদের সাহায্য করাই হচ্ছে প্রকৃত মানবতা।