নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ড:- BJP-র মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ। দ্বিতীয় দফায় আজ ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ
আজ নজরে নন্দীগ্রাম
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে রীতিমতো ব্যাটলফিল্ড নন্দীগ্রাম
একুশের বিধানসভা নির্বাচনে আজ মহাসংগ্রাম। দ্বিতীয় দফায় আজ ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ নজরে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে রীতিমতো ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। ভোটের আগে নন্দীগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, দ্বিতীয় দফার ভোটের শুরুতে কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, গোসাবায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে।
> কেশপুরের গরগজপোতায় সংঘর্ষ। BJP-র মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। BJP নেতার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ।
> নন্দীগ্রামে ১নং ব্লকে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
> নন্দীগ্রামের ২৪৭, ২৪৮ নং বুথে ভোটারদের হুমকি ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে।
> ঘাটালে উত্তেজনা। চকলছুপুরে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে অবরোধ সংযুক্ত মোর্চার।
> ডেবরার দুটি বুথে BJP এজেন্টকে ঢুকতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ BJP প্রার্থী ভারতী ঘোষের।
> নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৮৩-১৮৬ বুথে EVM খারাপ।
> নন্দীগ্রাম ভেকুটিয়ায় ৫১ নম্বর বুথ পরিদর্শন করলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
> নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে কড়া প্রহরায় চলছে ভোটগ্রহণ
> নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ উঠল।
> নন্দীগ্রামে ৮০টি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হয়নি। অভিযোগ শাসকদলের।
> পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূল-BJP সংঘর্ষ। মাথা ফাটল এক তৃণমূল কর্মীর, এমনটাই অভিযোগ উঠেছে।
> ভোট দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ডাবল ইঞ্জিনের সরকারের অপেক্ষা করছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজ করছেন। গতকাল হুগলিতে গিয়েও নন্দীগ্রামের কথা বলেছেন।’
> সাতসকালে বাইকে করে এসে নন্দীগ্রামে ভোট দিলেন BJP প্রার্থী শুভেন্দু অধিকারী।
> বাইকে চেপে নন্দীগ্রামে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে প্রথম ভোট দেবেন শুভেন্দু।
> কেশপুরের ১২ নম্বর সরিষাখোলার পানিয়াটে চলল গুলি। কে বা কারা চালিয়েছে জানা যায়নি। হতাহতের খবর নেই।
> সোনাচূড়ায় বোমা উদ্ধার, দাবি তৃণমূলের
> মহিষাদল বিধানসভার ২০৮/১১৮ নম্বর বুথে EVM খারাপ, ভোট শুরু না হওয়ায় ক্ষোভ ভোটারদের।
> বাংলায় চলছে দ্বিতীয় দফার ভোট। নন্দীগ্রামে জোরদার নিরাপত্তা।
> বাংলায় ভোট নিয়ে টুইট মোদীর। পশ্চিমবঙ্গবাসীকে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী। বাংলায় মোদী লিখেছেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।’
> নন্দীগ্রামের রেয়াপাড়ার বুথে ভোট শুরুর আগে চলছে শেষ প্রস্তুতি।
> ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোসাবা। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার আমতলি অঞ্চলে ১১১ বুথে । আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী।
> ভোট শুরুর আগেই রক্তাক্ত কেশপুর। ৪ নম্বর দাদপুর গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার BJP-র।
> নন্দীগ্রাম ১নং ব্লক এলাকায় বাইক বাহিনীর দাপট, এমনটাই অভিযোগ উঠেছে।
> আজ দ্বিতীয় দফার ভোট বাংলায়। নজরে নন্দীগ্রাম।
> ভোট ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রামকে
> আজ নন্দীগ্রাম-সহ ৩০ কেন্দ্রে ভোট
আজ যেসব কেন্দ্রে ভোট…
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী।
বুধবার হুগলির গোঘাটের সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে শুভেন্দুকে বিঁধে মমতা এদিন বলেন, ‘খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। কেউটে সাপ পুষেছি, গোখরো সাপ পুষেছি।’ এরপরই মমতা বলেন, ‘তুইও নির্বাচনে লড়ছিস, আমিও লড়ছি, মানুষ যাকে পছন্দ করছে ভোট দেবে, যাকে পছন্দ করবে না, ভোট দেবে না।’ এদিনও মমতার গলায় শোনা গিয়েছে গদ্দার শব্দ। অন্যদিকে, নন্দীগ্রামে মমতাকে আধলাখেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু।