নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ- পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা ; মালদায় জনসভায় বললেন আসাউদ্দিন ওয়েসী। মালদায় জনসভা করলেন ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসী। এদিন ৪৭ মালতিপুর বিধানসভা কেন্দ্রের মিম প্রার্থী মাওলানা মতিউর রহমানের সমর্থনে জালালপুর হাই স্কুলের মাঠে সভা করেন। হেলিকপ্টার করে চন্দ্রাপাড়া বাজার মাঠে নামে। হেলিকপ্টার মাঠে প্রচুর ভিড় হয়। সেখান থেকে গাড়ি করে সভা মাঠে আসে।
সভায় মমতা বন্দ্যোপাধ্যায়র তীব্র সমালোচনা করে বলেন ; মমতা মালদাকে সব দিক থেকে পিছিয়ে রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, পানী থেকে বঞ্চিত করা হয়েছে। ওয়েসী বলেন মমতা মুসলমানকে দুধের গরু বলেছে, মুসলমান গরু নয়, মুসলমানরা মানুষ। মমতা ও বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই যারা তৃণমূল তারাই বিজেপি। গত লোকসভায় তৃণমূল বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন।