প্যান কার্ড ফর্ম দিয়ে সৌদি আরব থেকে টাকা ঢুকবে বলে লক্ষ লক্ষ টাকা লুট

0
Spread the love

নিজস্ব সংবাদ দাতা টি নিউজ ওয়ার্ল্ড:- প্যান কার্ড ফর্ম দিয়ে সৌদি আরব থেকে টাকা ঢুকবে বলে লক্ষ লক্ষ টাকা লুট। যে যেমন পারছে গরিবকে লুটে নিচ্ছে। এরকমই একটি ঘটনা ঘটলো মালদা জেলার রতুয়া দু’নম্বর ব্লকের শ্রীপুর টু গ্রাম পঞ্চায়েতের চাতর গ্রামে। এলাকায় গুজব রটে যায় যে সৌদি আরব থেকে বায়তুলমালের টাকা দিচ্ছে । এ খবর শুনে এলাকার সব মহিলারা আধার কার্ড ব্যাংকের পাস বই ও সাথে ৫৩০ টাকা করে জমা দেয়। এ খবর শুনে তিন মিনিটের মধ্যে টি নিউজ ওয়ার্ল্ডের সাংবাদিক শীষ মোহাম্মদ হোসেন ও কাবুল হোসেন সেখানে যায়। সেখানে গিয়ে সব সত্য সামনে আসে। সেখানে গিয়ে দেখা যায় প্যান কার্ডের ফরম দিয়ে টাকা লুটে নিচ্ছে। এলাকার মানুষজন মূর্খ হওযায় কোনটা কিসের ফরম না জেনে টাকা দিয়ে দেয়। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর দিতে পারে না । শুধু বলে এটা সৌদির প্রকল্প; সৌদি থেকে বায়তুলমালের টাকা দেওয়া হবে। আমি কিছু জানিনা আমার এজেন্ট আছে ।এজেন্টের নাম বলে ফারুক প্যাটেল। তার বাড়ি চাঁচল এর গরকপুর সদরপুর এলাকায় । তার একটি আধার কার্ড দিয়ে টাকা তোলার দোকান আছে। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এটার মাধ্যমে  সৌদি থেকে বায়তুলমালের টাকা দেওয়া হবে। এটার কোনো ফর্ম লাগেনা। রিসিভ পরে দেব বলে ফোন কেটে দেই । এরপর যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে না ।ধরলে রং নাম্বার বলে ফোন কেটে দেয়। এলাকার মানুষজন পুলিশে খবর দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে চম্পট দেয়।এভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সবাই এই কারনে সাধারণ মানুষ শিক্ষা না থাকায় পিছিয়ে পরছে দারিদ্র সমাজ এর নিচে বসবাস কারি মানুষ।

হসপিটালে সিট না পাওয়তে মুখে অক্সিজেন মাক্স ব্যবহার করে ধরণা ; পরিশেষে মৃত্যু
Peace Honey 1kg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here