বাবরি মসজিদের পুনঃনির্মাণ ও ধ্বংসকারীদের শাস্তির দাবিতে ইসলামপুরে এসডিপিআই এর মিছিল

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ আজ ৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে অন্যতম কালো দিন । এই দিনে ভারতের প্রায় পাঁচশত বছরের ঐতিহাসিক পুরোনো বাবরি মসজিদকে উগ্র হিন্দুত্ববাদী শক্তির দ্বারা ধ্বংশ করা হয় ।বাবরি মসজিদের মামলা দীর্ঘদিন চলার পর অবশেষে গতবছরের ৯ ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় ।সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গাকে হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের অন্য একটি জায়গায় পাঁচ একর জমি প্রদানের নির্দেশ দেওয়া হয়।

বাবরি মসজিদের রায় নিয়ে মুসলিমদের মধ্যে এক অসন্তোষ লক্ষ্য করা যায় ।মুসলিমদের দাবি বাবরি মসজিদ অন্যায় ভাবে ভাঙা হয়েছে ওখানে কোন মন্দির ছিলোনা ।সুপ্রীম কোর্ট স্বীকার করেন বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় ছিলো ।মন্দির ভেঙে মন্দির করা হয়নি এটাও স্বীকার করে সুপ্রিমকোর্ট ।সুপ্রিম কোর্টের রায়কে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিভিন্ন মুসলিম সংগঠন ,প্রাক্তন বিচারপতি ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলি।

প্রতি বছর এসডিপিআই এর পক্ষ থেকে বাবরি মসজিদ পুনর্নির্মাণ ও ধ্বংসকারীদের শাস্তির দাবিতে দেশজুড়ে মিছিল ও প্রতিবাদ সভা করা হয় ।আজ ভারতের বিভিন্ন জায়গা সহ মুর্শিদাবাদের ইসলামপুর, সামসেরগঞ্জ ,জঙ্গিপুরে মিছিল ও প্রতিবাদ সভা লক্ষ্য করা যায়।

মুর্শিদাবাদের ইসলামপুরে আজ বিকাল ৩ ঘটিকার সময় এসডিপিআই এর পক্ষ থেকে কয়েকশো কর্মীরা গোটা ইসলামপুর বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় ।মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসডিপিআই এর প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন সাহেব ,রাজ্য কমিটির সদস্য মাসুদুল ইসলাম ,সিপিআইএম এর রাণীনগর ব্লক সম্পাদক ইকবাল হক,এসডিপিআই এর রাণীনগর বিধানসভা সভাপতি গোলাম হোসেন ,ফরওয়ার্ড ব্লকের নেতা কাবাতুল্লা ,আরএসপির নেতা মোহিত সাহেব ,পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ডোমকল মহকুমা সম্পাদক সেলিম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here