হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন শুভেন্দু অধিকারী!

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-মাননীয়ার বর্তমানে এজেন্ডা কুচ কুচ কা সাথ ভাতিজা কা বিকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছর ধরে দুধেই গাইদের তোষণ করেছে। আর আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তৃণমূলের গোলকিপারকে কি করেছি তা দেখেছে বাংলার মানুষ। হরিরামপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে চেনা ভাষায় সুর চড়ালেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। রবিবার হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন হরিরামপুর বাসস্ট্যান্ড ময়দানে। সঙ্গে ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু , বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডাঃ সুকান্ত মজুমদার, হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নিলাঞ্জনন রায়,জেলা বিজেপি নেতা সোনা পাল সহ দলীয় নেতাকর্মীরা। মঞ্চে উঠেই প্রার্থী সহ নেতৃত্বের হাত ধরে মঞ্চের সামনে থাকা দলীয় সমর্থকদের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঞ্চে বক্তব্য রাখতে উঠেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখন পর্যন্ত ১৮০ আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্ষমতায় আসার জন্য আর মাত্র কয়েকটা আসনের দরকার। তৃণমূল টাটা বাই বাই। এবার বিজেপির ডবল ইঞ্জিনের সরকার হবে। পাশাপাশি আরও কটাক্ষ করে বলেন; মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা শিল্পের কথা চাকরির কথা না বলে বলছে খেলা হবে। ক্রেপ ব্যান্ডেজ বেধে পা দেখাচ্ছেন। তিনি এমন হুইলচেয়ারে চেপেছেন যে আর নামতেই পারছেন না। অমাকে নামতে হবে আগামী ২ তারিখ। হেঁটে হেঁটে রাজভবনে গিয়ে করতে হবে পদত্যাগ। আমি নন্দীগ্রামে অনেক ভোটে মাননীয়াকে হারিয়ে দিয়েছি। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে পদ্মফুলে ভোট দিন। সকল মানুষের সমান অধিকার এই সরকারকে সরিয়ে নিতে হবে সকলকে। কাটমানি ছাড়া সমস্ত সরকারি সুবিধা পেতে বিজেপি সরকার গড়তে হবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পকে নিজের বলে চালিয়ে দিচ্ছে এই মাননীয়া।

পাশাপাশি হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কে কটাক্ষ করে বলেন আর ওই দল বদলু বিপ্লব মিত্রকে একটিও ভোট দিবেন না হরিরামপুর বাসি শুভেন্দু অধিকারী বলেন, দঃ দিনাজপুর জেলার অধিকাংশ আসনে বিজেপি পাবে। সংখ্যালঘু ভোটাররাও বিজেপিকে ভোট দেবে। তো সোনার ভাষণ সরকারকে উৎখাত করে এই হরিরামপুরে বিকাশ হবে। বলে জানান শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here