হরিরামপুরে মোহাঃ সেলিমের সভায় উত্তেজনা!

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টিনিউজ ওয়ার্ল্ড:- হরিরামপুরে মোহাঃ সেলিমের সভায় উত্তেজনা!। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে কমরেড মোহাঃ সেলিমের হরিরামপুরের সভায় প্রায় ফাঁকা মাঠ বললেই চলে।

করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী দঃ দিনাজপুর জেলার সিপিআইএম নেতা নারায়ণ বিশ্বাস সকলেই সচেতনতা বার্তা দিলেও এদিন এই সভায় অন্য চিত্রই ধরা পড়ল। বৃহস্পতিবার মোহাঃ সেলিমের সভায় নেতাদের মুখে মাস্ক দেখা গেলেও কর্মী-সমর্থকদের মুখে মাস্ক ছিল না বললেই চলে।

যদিও সিপিআইএম প্রার্থী রফিকুল ইসলাম প্রার্থী জানিয়েছেন, সমস্ত কর্মীদের মধ্যে মাস্ক দেওয়া হয়েছে।

সারা ভারত কি এবার ফ্যাসিবাদের ছোবলে ?

Peace Honey 700g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here