নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ- সম্প্রীতির নজির গড়ার চেষ্টা প্রতিবেশী দেশ পাকিস্তান। আমরা সবাই অবগত করোনার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব থেকে আরও ভয়াবহ আকার ধারণ করেছে।মানুষ অক্সিজেন এর জন্য হাহাকার করছে হসপিটালে বেড এর জন্য হাহাকার করছে রোগীরা কিন্তু অক্সিজেন নেই বেড নেই। বিপদের সময় সবাই এগিয়ে আসতে চায় না কিন্তু কিভাবে কিভাবে মানুষ মানুষের পাশে বিপদের সময় দাঁড়িয়ে যায় এমনকি দেশ দেশের জন্য সাহায্য করতে এগিয়ে আসে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ভারতকে পঞ্চাশটি আম্বুলান্স দিয়ে সহযোগিতা করতে চায় এটা আমাদের জন্য খুশির খবর হলেও এখনো পর্যন্ত নয়াদিল্লির কাছে কোন রকম অনুমতি পায়নি অনুমতি পেলে ইদি ফাউন্ডেশন এর প্রধান ফয়সাল ইধি ৫০ টি অ্যাম্বুলেন্স পাঠাবেন বলে জানিয়েছেন, এর আগে আমরা শুনেছি সৌদি আরব বহুল পরিমাণে অক্সিজেন দিয়ে ভারতকে সহযোগিতা করলো , প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জনে দাঁড়াল।এ ছাড়া ২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল এক লাখ ৯২ হাজার ৩১১ জনে।মহামারি করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী ও মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি। তাঁর জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশন ভারতে ৫০টি অ্যাম্বুল্যান্স ও স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছে নয়াদিল্লির কাছে।