টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব সংবাদদাতা :-গত শুক্রবার দুপুর ১ টার দিকে সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকায় শিশু তালহাকে (৪) ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করার দৃশ্য দেখে শিহরিত হয় গোটা দেশবাসী ।স্থানীয় একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে এই হৃদয় বিদারক ঘটনাটি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু তালহা শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল; এসময় রাস্তা দিয়ে যাওয়া আব্দুল হালিম নামের নেশাগ্রস্ত যুবক প্রথমে তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর একটি ভারী পাথর দিয়ে তালহার মাথায় অন্তত পাঁচবার আঘাত করে। এতে তালহার মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। পাশের বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়।
অনেকেই এই নরপশুর ফাঁসির দাবি করেছেন।