নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-দীর্ঘ দিন ধরে ৮ দফাতে গত ২৯ এপ্রিল শেষ হয়েছে পশ্চিমবাংলার বিধানসণা নির্বাচন। অপেক্ষা ছিল আজকের গণনার দিনের। আর সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর মধ্যে একটা আতঙ্ক ছিল যে; সাম্প্রদায়িক শক্তি বিজেপি কি এবার দখল করবে বাংলার মসনদ? কিন্তু না; সকল জল্পনার অবসান ঘটিয়ে বাংলার হিন্দু-মুসলিম; শিখ-ইসাঈ সকলে ঐক্যবদ্ধ ভাবে তৃণমুল কংগ্রেস কে ভোট দিয়ে সাম্প্রদায়িক শক্তি বিজেপির উত্থান রুখে দিল। এখনও পর্যন্ত ২৯৪ এর মধ্যে ২৯২ টি আসনের চিত্র তে স্পষ্ট হয়ে গেল। ২১২ আসনে তৃণমূল এগিয়ে জয়ী। ৭৮ টি আসনে বিজেপি এবং বাম+কংগ্রেস+আইএসএফ জোট ১ ও নির্দল ১।
সবচেয়ে উত্তেজনা ছিল নন্দীগ্রাম আসনটি নিয়ে। যেটা ছিল তৃণমুল হতে বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু অধিকারীর ঘরের আসন। অন্যদিকে ঐ আসন হতেই ভোটে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল হতেই বিভিন্ন রাউন্ডের গণনাতে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছিল। ১৩ রাউন্ড গণনার পরই শুভেন্দু কে ধরে ফেলেন এবং পিছিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে পরাজিত করলেন শুভেন্দু অধিকারীকে।
বাংলার জনগণের পক্ষ হতে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের জন্য শুভেচ্ছা ও স্বাগত জানায় তৃণমুল কংগ্রেস কে।