ট্রেনে যে কাজ করলে মোটা টাকার জরিমানা, সঙ্গে ৩ বছরের জেল!

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি, টি নিউজ ওয়ার্ল্ড: ট্রেনে যে কাজক করলে মোটা টাকার জরিমানা, সঙ্গে ৩ বছরের জেল! Train Ride Rules: যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন করে সতর্কবার্তা জারি করল ভারতীয় রেলওয়ে

ট্রেন সফরের কথা ভাবছেন ? তাহলে যেনে নিন এই নির্দেশিকা। না মানলেই মোটা টাকার জরিমানা ও ৩বছরের জেল।

ট্রেনে অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা এড়াতে নতুন করে আবার এই সতর্কবার্তা জারি করা হয়েছে

ভারতীয় রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, ট্রেনে যাত্রার সময় কোন দাহ্য পদার্থ বহন করা যাবে না। ভ্রমণের সময় কেরোসিন, পেট্রোল, আতশবাজি এবং গ্যাস সিলিন্ডার ইত্যাদি দাহ্য পদার্থ বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বর্তমানে ক্রমশ বেড়ে চলেছে অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা। রেলওয়ে তরফে জানানো হয়েছে সেই কারণে কোনরকম দাহ্য পদার্থ সহ ধরা পড়লে বা ট্রেনের ভিতর ধূমপান করার সময় ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবেন আধিকারিকরা।

রেলওয়ে আইন, ১৯৮৯ এর ১৬৪ ধারার অধীনে এর জন্য আপনার হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের জেল হতে পারে। এমনকি আপনি যদি দাহ্য পদার্থ সহ ধরা পড়েন সে ক্ষেত্রে জরিমানা এবং জেলহাজত দুটোই হতে পারে। এমনটাই জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

শুধু তাই নয়, রেলওয়ে এরিয়ার মধ্যে ধূমপান অর্থাৎ সিগারেট বিড়ি পান করা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রেও ধরা পড়লে আপনার তিন বছরের জেল অথবা বড় জরিমানা দিতে হতে পারে।

করোনা কালে বেশ কিছুদিন বন্ধ থাকলেও আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ইতিমধ্যেই স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে অনেক দূরপাল্লার ট্রেন। চালু হচ্ছে লোকাল ট্রেনও। তাই ট্রেনের সফর করার আগে অবশ্যই মেনে চলুন এই সতর্কবার্তাগুলি।

সতর্ক থাকুন সাবধানে থাকুন মানুষকে সচেতন করুন। দায়িত্ববান নাগরিক হন।

আহলে হাদীসের উপরে জঙ্গী অপবাদ লাগানোর অপপ্রয়াস

ক্রিম হানী ফুল এখনি অর্ডার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here