টি নিউজ ওয়ার্ল্ড: আপনার কি কফি খুব প্রিয় ? এই খবর জানার পর আর কফি খাবেন না। পৃথিবীর সব চেয়ে দামী কফি ‘কোপি লুয়াক’ তৈরী হয় “সিভেট” নামের ইন্দোনেশিয়ান একধরণের স্তন্যপায়ী বিড়ালের পায়খানা থেকে।
সিভেট বিড়াল সবচেয়ে সেরা ও সুস্বাদু পাকা কফি ফলগুলো বেছে বেছে খায়।এরপর,সিভেট বিড়ালের পরিপাকতন্ত্র দিয়ে যাওয়ার সময় স্বাভাবিক প্রক্রিয়াতে কফি চেরিগুলো গেঁজে ওঠে বা Fermented হয়,এতেই কফির স্বাদ ও গন্ধ আলাদা হয়ে ওঠে। পরবর্তীতে সেগুলোই সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়।
পদ্ধতি:-
১)সিভেট বিড়ালের পায়খানা করার পর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়।
২) প্রায় ৪৫ মিনিত আগুনে ভেজে নিয়ে কালো রং করা হয়।
৩) তার পর কফি দানা গুলো গুঁড়া করে চালনি দিয়ে চালা হয়।
এ ধরণের কফির ৫০০ গ্রামের দাম হতে পারে ৭০০ ডলার (প্রায় ৬০ হাজার টাকা) পর্যন্ত।