নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-সারা ভারত কৃষক সংগঠনের পক্ষ থেকে গোটা দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে সফল করতে গোটা দেশে পথে নামতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠন। কৃষকদের ডাকা এই চাক্কা জ্যাম কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এসডিপিআই। এই কর্মসূচিকে সফল করতে গোটা ভারতে এসডিপিআই এর নেতাকর্মীদের পথে নামতে লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে দুপুর ১২ থেকে ৩ ঘটিকা পর্যন্ত চাক্কা জ্যাম সফল করতে পথে নামে এসডিপিআই, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ, ভাকুড়িতে এসডিপিআই এর কর্মীদের রাস্তা অবরোধ করতে লক্ষ্য করা যায়।
সামশেরগঞ্জ ব্লকের ডাকবাংলো মোড়ে এসডিপিআই এর পক্ষ থেকে দেশব্যাপী চাক্কা জ্যাম আন্দোলন সফল করতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে কয়েকশো কর্মী সমর্থককে পথে নামতে লক্ষ্য করা যায়। কৃষি আইন বাতিলের পাশাপাশি মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালুর দাবি জানানো হয় এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছিলেন সামসেরগঞ্জ ব্লকের নেতা আফফান আলী সহ অন্যান্য নেতৃত্ব।
অন্যদিকে চাক্কা জ্যামের সমর্থনে রঘুনাথগঞ্জ ২ ব্লকের অন্তর্গত কাটাখালি পুঠিয়া মোড়ে এসডিপিআই এর পক্ষ থেকে ১২ টা থেকে ১ টা পর্যন্ত পথ অবরোধ করা হয়। পরে রঘুনাথগঞ্জ প্রশাসনের অনুরোধে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
চাক্কা জ্যাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, বিধানসভা কমিটির সম্পাদক মোঃ সেলিম, বিধানসভা কমিটির সহ সভাপতি মাষ্টার খাইরুল আলাম, লালগোলা বিধানসভা কমিটির সভাপতি খায়রুল ইসলাম, আবু হোসেন সহ অন্যান্য নেতাকর্মী সমর্থক। কৃষক বিরোধী এই আইন যতদিন না প্রত্যাহার করছে এই সরকার ততদিন কৃষকদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এসডিপিআই এর নেতৃত্বগন।